আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরুল জামেউল উলুম মাদ্রাসায় গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি ষড়যন্ত্রমূলক উল্লেখ করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস বলেন, আগুনে অন্তত ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাওলানা ইলিয়াস বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসা বন্ধ। এ সুযোগে গত মঙ্গলবার রাতের আঁধারে এক দল দুষ্কৃতকারী আমার অফিস ভবনে আগুন দেয়। এতে মাদ্রাসায় রক্ষিত নগদ ৩ লাখ ৩১ হাজার টাকাসহ ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানা পুলিশে অবহিত করা হয়েছে।












