আল হেলাল ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের

অভিষেক ও ঈদ পুনর্মিলনী | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

সাতকানিয়া আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী গত ১২ জুলাই কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অ্যাডভোকেট জরজিস আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আক্তার হোছাইন, মুনিরুল মান্নান চৌধুরী। আসাদ আনোয়ারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাস্টার লোকমান আহমদ, অ্যাডভোকেট মফিজুর রহমান, আব্দুল মান্নান, আল ইমরান, শহিদুল্লাহ, শহীদুল ইসলাম, মাহফুজুর রহমান, মো. হেলাল, ফরহাদ, তানিশা, মুক্তা, ফরিদুল করিম, আনিস. কায়ছার হামিদ, আব্দুল মজিদ, মাহি, মানিক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় প্রাক্তন শিক্ষার্থীরা নানাভাবে ভূমিকা রাখতে পারে। তিনি প্রাক্তন ছাত্র পরিষদ কলেজের সাবেক শিক্ষার্থীদের মাঝে প্রীতির বন্ধন তৈরি করে সার্বিক উন্নয়নে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে পুড়ল মাদ্রাসার অফিস কক্ষ
পরবর্তী নিবন্ধমানব পাচার প্রতিবেদন ‘দেশকে শাস্তি দিতে নয়’: মার্কিন দূতাবাস