আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর দেওয়ার ঘোষণা সাবেক ভূমিমন্ত্রীর

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ১১:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সমস্যা সমাধানে ৩০ কেবি জেনারেটর দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সাবেক ভূমিমন্ত্রীর নির্দেশে তাঁর সহকারী একান্ত সচিব রিদওয়ান করিম চৌধুরী সায়েম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত মেডিকেল অফিসারের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন রিদওয়ান করিম চৌধুরী সায়েম। তিনি পরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ব্যক্তিগত তহবিল থেকে বিদ্যুৎ সমস্যা সমাধানে একটি ৩০ কেবি জেনারেটর, পাবলিক টয়লেট, সুপেয় পানি পান নিশ্চিত করতে ওয়াটার ট্রিটম্যান্ট প্লান্ট স্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন।

একইসঙ্গে আগামী অর্থ বছরে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে বলে ঘোষণা দেন।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জেনেরেটর বিহীন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভুতুড়ে অবস্থা ও তীব্র গরমে শিশু সহ সব বয়সের রোগীদের ভোগান্তির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে প্রচার হয়। পরে এসব বিষয় সাবেক ভূমিমন্ত্রীর নজরে আসলে শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর একান্ত সচিবকে পরিদর্শনে পাঠিয়ে জেনারেটর সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করার ঘোষণা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদদীন চৌধুরী, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, চেয়ারম্যান নোয়াব আলী , সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, ছগীর আজাদ হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য নুরুল আবছার তালুকদার সহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাল সনদের মেয়াদ বৃদ্ধির জন্য ডিসির কাছে উপস্থাপন, নগরীতে আটক ১
পরবর্তী নিবন্ধনগরীতে ১৪টি সাজার পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার