আনোয়ারায় দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের (এসওডি) আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও আনোয়ারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উমা খানের সঞ্চালন দুর্যোগকালীন করণীয় বিষয়ে বিভিন্ন তথ্য প্রযুক্তি উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মিডিয়া স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। দুর্যোগ কালীন স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির নানা দিক তুলে ধরেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, সহকারী অফিসার সানাউল্লা কাউছার, প্রকৌশলী মো. সায়েম, পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোরশেদ আহমেদ চৌধুরী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম.নুরুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) টিম লিডার মোহাম্মদ শাহজাহান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) জাফর আহমদ প্রমুখ। কর্মশালয় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদ, এনজি প্রতিনিধিসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়া রাঙ্গামাটি ইউনিটের রক্তদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধচাকসু গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা