আদিবাসী দ্রৌপদী বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী

| বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

ভারতের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে ঝাড়খণ্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। নির্বাচিত হলে তিনি হবেন ভারতের প্রথম আদিবাসী ও দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। তাকে অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার। খবর বাংলানিউজের।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর বিজেপির প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করা হয়।

বিজেপি প্রধান জেপি নাড্ডা বলেন, বোর্ড ২০ জনের নাম নিয়ে আলোচনার পর একজন আদিবাসী ও নারীকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পর দলটির নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে তাকে অভিনন্দন জানান।

এরা আগে ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিহার রাজ্যের গভর্নর ও দলিত সম্প্রদায়ের রামনাথ কোবিন্দকে মনোনয়ন দেয় বিজেপি।