আদালত অবমাননার অভিযোগ সারজিস আলমকে আইনি নোটিশ

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

আদালত অবমাননার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টিএনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথগ্রহণ আটকাতে করা এক রিট আবেদন খারিজ হওয়ার পর সারজিসের করা মন্তব্যের জেরে গতকাল শনিবার এ নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জসিমউদদীন। খবর বিডিনিউজের।

গত বৃহস্পতিবার ওই রিট আবেদন খারিজ হওয়ার পরপর সারজিস ফেসবুক পোস্টে লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’ আইনজীবী জসিমউদ্দদীন বলেন, সারজিসের পোস্ট আদালত অবমাননাকর। এ ধরনের মন্তব্য আদালতের মর্যাদাকে ক্ষুণ্ন করে। এজন্য নোটিশপ্রাপ্তির ২ ঘণ্টার মধ্যে তাকে জনগণের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফাঁকে ফাঁকে ক্লাস চালানো যাবে কেন্দ্র কলেজে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা, পণ্য ধ্বংস