সোনালি অতীত যেন ফিরে ফিরে ডাকে
মধ্য বয়স তাকায় গোধুলীর বাঁকে
কী যে পরশ বুলাই যুবতী সময়!
হাতছানি দিয়ে ডাকে এই অবেলায় !
প্রান্তরে ছুটেছে স্মৃতি উতল হৃদয়
পিছু ডাকে চেনা নামে যা গেল হারায়।
স্মৃতির মিনার ছুঁয়ে মনে কাঁদে মন
পেছনে তাকালে ফিরবে না সেই ক্ষণ।
তবু কেন ঘোরে মন ফেলে আসা দিনে
কেন বা তাকায় ঘুরে পেছনের টানে!
সে কি শুধু মায়া প্রহেলিকা জীবনের
নাকি আত্মপ্রেম উদ্দাম যৌবনের।