আজ থেকে খুলে দেয়া হচ্ছে শিল্পকলা একাডেমি

সপ্তাহে শুক্র ও শনিবার সীমিত পরিসরে করা যাবে অনুষ্ঠান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৭ পূর্বাহ্ণ

অবশেষে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান আয়োজনের জন্য খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সীমিত সংখ্যক আসন বরাদ্দ ও স্বাস্থ্যবিধি বজায় রেখে শিল্পকলা একাডেমির দুটি মিলনায়তন সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের আয়োজনে আজ ৪ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬টায় কথামালা ও আবৃত্তির অনুষ্ঠান ‘পিতার গৌরবগাঁথা’ অনুষ্ঠিত হবে।
সাইফুল আলম বাবু জানান, করোনা মহামারির কারণে বিগত ৯ মাস চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তন বন্ধ থাকার কারণে কোনো অনুষ্ঠান হয়নি। দীর্ঘ ৯ মাস পর সরকারি সিদ্ধান্তে আজ থেকে প্রতি শুক্র ও শনিবার খোলা হচ্ছে শিল্পকলা একাডেমি মিলনায়তন। তিনি বলেন, আমাদের দুটি মিলনায়তন রয়েছে। এর মধ্যে বড়টির আসন সংখ্যা ২৪০ টি। সেখানে দূরত্ব বজায় রেখে আমরা ৮০ টি আসন রেখেছি। এছাড়া ছোট মিলনায়তনের আসন সংখ্যা ১১০ টি। সেখানে আমরা ৫০ টি আসনে বসার ব্যবস্থা রেখেছি। এছাড়া অনুষ্ঠানে আগ্রহী সংগঠনগুলোকে অনুমতি দেওয়ার আগে আমরা পর্যাপ্ত স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক রাখার বিষয়টা নিশ্চিত করছি। একেতো বিজয়ের মাস, তার সাথে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির নিজস্ব অনুষ্ঠানও আছে। তাই সবকিছু বিবেচনা করে সরকারি অনুমতি সাপেক্ষে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি শিল্পকলা একাডেমিতে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে একাডেমির বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ছুরিকাঘাতে আহত দুই
পরবর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচ বাড়ছে ৪শ’ কোটি টাকা