আজ টিকাদান চলবে চমেক হাসপাতালে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ মে, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

টিকা সংকটে বেশ কয়দিন বন্ধ থাকার পর আজ রোববার পুনরায় করোনার টিকা দেয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে। এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে বলেন- আমরা স্বল্প সংখ্যক (এক হাজার ডোজের মতো) টিকা পেয়েছি।

টিকা পাওয়ায় রোববার পুনরায় টিকাদান কার্যক্রম চলবে। সংকটকালীন এ সময়ে আমরা বিশেষ করে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সম্মুখযোদ্ধাদের টিকাদানে অগ্রাধিকার দিচ্ছি। তাছাড়া এ মুহূর্তে টিকাদানে আরো বেশ কিছু বিষয় বিবেচনায় নেয়া হচ্ছে। রোববার টিকাদান চালু থাকলেও পরের দিন (সোমবার) থেকে পুনরায় টিকা প্রাপ্তি সাপেক্ষে টিকাদান চলবে। টিকা না পেলে টিকাদান সাময়িক বন্ধ থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নতুন করে ৪০০ ভায়াল (৪ হাজার ডোজ) টিকা পেয়েছে চট্টগ্রাম। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে বলেন- প্রাপ্ত টিকার মধ্যে চট্টগ্রাম মহানগরের জন্য ১৭৫ ভায়াল (১৭৫০ ডোজ) টিকা বরাদ্দ দেয়া হয়েছে। আর বাকি ২ হাজার ২৫০ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে উপজেলা পর্যায়ে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় লবণ ও প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন
পরবর্তী নিবন্ধঘটনার ২৩ দিনেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি