আইপিএলের পরবর্তী তিন মৌসুমে পুরো সময়টাতেই পাওয়া যাবে বাংলাদেশের ১৩ জন ক্রিকেটারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের নামের তালিকা পাঠানো হয়েছে আইপিএল কর্তৃপক্ষের কাছে। প্রতি মৌসুমেই অবশ্য আইপিএলের নিলামে নাম তোলেন বাংলাদেশের বেশ কজন ক্রিকেটার। শেষ পর্যন্ত দু–একজন ছাড়া দল পান না কেউই। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে প্রাপ্যতার একটি সমস্যা অনেক সময় দেখা গেছে। দলগুলির প্রত্যাশামতো সময়ে তাদেরকে পাওয়া নিয়ে সংশয়ে পড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আগামী তিন মৌসুমে সেখানে অন্তত নিশ্চয়তার বার্তা থাকছে। আইপিএলে বাংলাদেশের নিয়মিত দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানসহ এই তালিকায় আছেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, এমনকি পেসার শহিদুল ইসলামের মতো চমক জাগানিয়া নামও। ২০২১ সালে বাংলাদেশের হয়ে একটি মাত্র টি–টোয়েন্টি খেলেছিলেন শহিদুল। আগামী তিন আইপিএলের পুরো সময়টাতেই বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহণের নিশ্চয়তা বিভিন্ন দেশের বোর্ডের কাছে চেয়েছিল ভারতীয় বোর্ড। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বেশির ভাগ পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ডের কাছ থেকেই সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়াতেই এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের নামগুলি। আইপিএলের সময়টায় আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতেই অবশ্য আলাদা ‘উইন্ডো’ রাখা হচ্ছে সামনে। এখনও এই সময়টায় আন্তর্জাতিক ক্রিকেট খুব কমই হয়। প্রথমবারের মতো একসঙ্গে আগামী তিন আইপিএলের সময়সূচিও ঠিক করে ফেলা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে সেই তারিখগুলো পাঠানো হয়েছে, যা দেখতে পেয়েছে ইএসপিএনক্রিকইনফো। আগামী আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল হবে ২৫ মে। এছাড়া ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে এবং ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে। টুর্নামেন্টের দৈর্ঘ্য যেমন একেক মৌসুমে একেকরকম, তেমনি ম্যাচের সংখ্যাতেও ভিন্নতা আছে। গত দুই আসরের মতো আগামী আসরেও মোট ম্যাচ ৭৪টি, পরের আসরে হবে ৮৪টি এবং ২০২৭ আসরে ৯৪টি। টুর্নামেন্টের ফরম্যাটেও তাই পরিবর্তন আসবে নিশ্চিতভাবেই। তিন আইপিএলের জন্য ১৮ জন ক্রিকেটারের প্রাপ্যতা নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেখানে নেই টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নাম। দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের সব ক্রিকেটারকেই এই তিন মৌসুমে পুরো সময়টায় পাবে আইপিএল দলগুলি।