ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘কঠিন ম্যাচ ছিল। স্বস্তির ব্যাপার যে কাজটা আমরা শেষ করতে পেরেছি। আমরা বেশ সমস্যায় পড়েছিলাম, ড্রেসিংরুম স্নায়ুচাপে ভুগছিল। খুবই খুশি যে অশ্বিন ও শ্রেয়াস জুটি গড়ে ম্যাচটা জিতিয়েছে। কন্ডিশন খুব কঠিন ছিল, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। যখন কন্ডিশন কঠিন হয়, তখন আপনার কারেক্টার পরীক্ষা হয়। আমরা এভাবে খেলতে পছন্দ করি। কঠিন ম্যাচ কিন্তু যখন স্মরণীয় জয় আসে, তখন সেটা মধুর ব্যাপার।’ ২–১ ব্যবধানে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট সিরিজে পারেনি। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। দুই দলের লড়াইকে দুর্দান্ত হিসেবে আখ্যা দিলেন ভারতের অধিনায়ক, ‘খুবই ভালো সিরিজ।
অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু শেখার ছিল। ওয়ানডে সিরিজ হারটা ভালো ছিল না, কিন্তু হার থেকেও শেখা যায়। টেস্ট সিরিজে খুব ভালো লড়াই হলো। বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। ৩০ থেকে ৩২ ওভার পর্যন্ত তারাই দাপট দেখাচ্ছিল। শেষ পর্যন্ত আমাদের জন্য কাজটা করে দিয়েছে অশ্বিন ও শ্রেয়াস। এটা দুর্দান্ত সিরিজ।’ ভবিষ্যতে বাংলাদেশ সফরে এলে আরও প্রস্তুতি নিয়ে আসবেন বলে জানিয়ে গেছেন রাহুল, ‘আশা করছি পরেরবার এখানে এলে অনেক কিছু নিয়ে প্রস্তুত হয়ে আরও ভালো ক্রিকেট খেলতে পারব।’