মিরাজকে নিজের সই করা জার্সি উপহার দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

তখন পুরস্কার বিতরণী পর্ব চলছিল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো শেরে বাংলার ভেতরে ডায়াসের সামনে। ওই পর্ব চলাকালীন হঠাৎ একটি দৃশ্য চোখে পড়লো ক্রিকেট অনুরাগী ও সাংবাদিকদের। ভারতের শীর্ষ ক্রিকেট তারকা বিরাট কোহলি তার ১৮ নম্বর জার্সিতে নিজের অটোগ্রাফ দিয়ে স্মারক উপহার দিলেন বাংলাদেশি অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে। কোহলির মুখে হাসি খুশির ঝিলিক মিরাজের চোখেমুখেও।

 

 

কোহলির জার্সি উপহার দেওয়া দেখে একটি ভুল ভাঙলো সবার। গত শনিবার বিকেলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন কোহলি। তাকে আউট করে আনন্দে আকাশে উড়ছিলেন মিরাজ। উল্লাসরত মিরাজের ওপরই বোধহয় খেপেছেন কোহলি এমন ভেবেছিলেন অনেকে। তবে গতকাল কোহলি মিরাজকে তার জার্সি উপহার দেওয়ায় সেই ধারণা অমূলক ও ভুল প্রমাণ হলো। ভারতের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মিরাজ। ব্যাটেবলে দেখিয়েছিলেন ঝলক। তবে তিনটি ওয়ানডের পর চট্টগ্রাম টেস্টেও কোহলির উইকেট পাননি এই অফস্পিনার। সেই আক্ষেপ ঘুচলো ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে। ৬৩ রানে ৫ উইকেট শিকারি মিরাজ অফস্পিন জাদুতে ফরোয়ার্ড শর্ট লেগে মোমিনুলের ক্যাচ বানান কোহলিকে।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে বাঁশখালী রাফা, কল্লোল গ্রীন ও রেলওয়ের জয়
পরবর্তী নিবন্ধ‘আগামীতে বাংলাদেশে ভালো প্রস্তুতি নিয়ে আসতে হবে’