আগস্টের প্রথম সপ্তাহে ১ কোটি ১০ লাখ টিকা আসবে। সব মিলিয়ে আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি বা আরও বেশি টিকা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হল পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার সংকট হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠছি। আমরা ইতিমধ্যে ৪৫ লাখ টিকা পেয়েছি। শুনে আনন্দিত হবেন, গতকালই চিঠি পেয়েছি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে, আমরা আরও ৬০ লাখ ফাইজারের টিকা আগস্টের প্রথম সপ্তাহে পাব। আমরা চীন থেকেও আগামী মাসের প্রথম সপ্তাহে ৫০ লাখ টিকা পাব। আগস্টের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকাও ১০ লাখ বা তার অধিক আমরা পেয়ে যাব। অর্থাৎ, আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি টিকা থাকবে। তার থেকেও বেশি থাকতে পারে। কারণ, আগস্ট মাসে এর বাইরে আরও কিছু টিকা আশা করি।
হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর বিষয়ে জাহিদ মালেক বলেন, শুধু বেড বাড়ালেই চলবে না; জনবলও বাড়ানো লাগবে। বেড বাড়ানোরও একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো পুরো দেশকে হাসপাতাল বানাতে পারব না। আপনাদের সেটা বুঝতে হবে। তিনি বলেন, গত কয়েক দিনে চার হাজার নতুন ডাক্তার এবং চার হাজার নার্স নিয়োগ দেওয়ার ব্যবস্থা হয়েছে। করোনার সময়ে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার নতুন লোক কাজ করছেন।