আকবর শাহ থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা সংলগ্ন গ্যাস লাইন এলাকায় পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল মো. আনোয়ার আজিম প্রকাশ রাজু (৩৪), মো. এরশাদ হোসেন (৫২), মো. ইউসুফ (২৯), মো. বাবুল (৫০), মো. রফিকুল ইসলাম (৩৮), মো. আরমান উদ্দিন (১৯), মো. জহির উদ্দিন (৪১), মো. নুরুল ইসলাম (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর আজাদীকে বলেন, এ সময় তাদের কাছ থেকে পাহাড় কাটতে ব্যবহৃত ২টি শাবল, ১টি কোদাল, করাত, জমি পরিমাপ করার ফিতা ট্যাপ ও দা জব্দ করা হয়।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন পাহাড়ি রাস্তা ধরে পালিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেপ্তারকৃত আনোয়ার ও এরশাদের নেতৃত্বে ও নির্দেশে ইমারত নির্মাণের জন্য প্রায় ২ একর জায়গার উক্ত পাহাড়টি তারা কাটছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, উপরোক্ত আসামিগণ অবৈধভাবে ঘটনাস্থল পাহাড়টি টিন দিয়ে ঘেরাও করে পাহাড় কাটার কাজ করছিল। আসামিরা পাহাড় কাটার বিষয়ে কোনো বৈধ অনুমোদন সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে পারেনি।