আকবরশাহে চার ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহে ছিনতাই হওয়া একটি বাইক ও তিনটি আইফোনসহ সাব্বির হোসেন সৈকত (২৩), মো. রাকিবুল হাসান জাহিদ প্রকাশ পিচ্চি জাহিদ (২৪), আব্দুল হালিম রিংকু (২৩) ও মো. জিহাদ হোসেন প্রকাশ বাক্কা (২০) নামে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। ৩০ এপ্রিল রাতে নগরীর শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) এইচএম এরশাদ উল্লাহ বলেন, ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টায় বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর ব্রিজের পাশে ৪ জন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাহিক আলম আরিয়ান ও তার বন্ধু মোহাম্মদ রিদুয়ান হোসেন হৃদয়ের পথরোধ করে তাদের কাছ থেকে ১টি বাইক ও ৩টি আইফোন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯৩ হাজার টাকা। এ ঘটনায় ওই দুই শিক্ষার্থী থানায় অভিযোগ দিলে রাতেই শাপলা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে রাত আড়াইটায় তাদের জিজ্ঞাসাবাদে মনসুরাবাদ এলাকা থেকে সাব্বির হোসেন সৈকত নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া বাইক উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, তারা পেশাদার ছিনতাইকারীচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে বায়েজিদ লিংক রোড এলাকায় পথচারী ও পর্যটকদের ভয় দেখিয়ে বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী যুবলীগের শরবত বিতরণ
পরবর্তী নিবন্ধমুসলিম হাইস্কুল ৮৩ ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলন