চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাদের ৭ম বর্ষে পদার্পন অনুষ্ঠানটি উদযাপন করে। গত ২৩ ডিসেম্বর ওয়েল পার্ক রেসিডেন্স-এর ৯ম তলায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাফল্যের গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের সিইও এমাজ আহামেদ বলেন, “আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর প্রতিটি বছরই আমাদের জন্য নতুন এক অধ্যায়। আমরা সবসময় উদ্ভাবনী নকশা, টেকসই নির্মাণ এবং মানসম্পন্ন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই যাত্রা আরও সমৃদ্ধ হবে এবং সবার সহযোগিতায় আমরা ভবিষ্যতে নতুন নতুন উচ্চতায় পৌঁছাব।”
হেড অফ অপারেশন মোহাম্মদ আবদুল কাদের ইমন বলেন, “এই ৬ বছরের যাত্রা ছিল আমাদের জন্য সৃষ্টিশীলতা, নিষ্ঠা এবং উন্নয়নের এক অনন্য অভিজ্ঞতা। আমাদের গ্রাহক, কর্মী এবং অংশীদারদের ধন্যবাদ জানাই, যাঁরা এই পথচলায় আমাদের পাশে থেকেছেন। আপনারা সকলে পাশে ছিলেন বলেই এই ৬ বছরে ৮৩টি প্রজেক্ট সফলভাবে হ্যান্ডওভার করতে পেরেছি। যার মধ্যে ছিল কনস্ট্রাকশন,ইনডাসট্রিয়াল স্পেস, অফিস স্পেস, ডুপ্লেক্স ও এপার্টমেন্ট ইন্টেরিয়র। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে আরও উদ্ভাবনী সেবা প্রদানের মাধ্যমে আমরা নতুন মাত্রা যুক্ত করব।”
অনুষ্ঠানে একটি বিশেষ ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরা হয়। অতিথিদের জন্য নৈশভোজের আয়োজনও ছিল। এই উদযাপন প্রতিষ্ঠানের সাফল্যের নতুন অধ্যায় শুরু করার জন্য সবার মাঝে আশাবাদ সৃষ্টি করেছে।