আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) পঞ্চম সমাবর্তন আজ। সমাবর্তনে ২৯ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হবে। ১৩৭ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রোববার সকাল ১০টায় আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে (কুমিরায়) সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সম্মতিতে তাঁর প্রতিনিধি হিসেবে এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী
মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিত চন্দ। সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন পরিবেশ বিশেষজ্ঞ, প্রফেসর ইমেরিটাস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি থাকবেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। এছাড়া স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, পেশাজীবী নেতৃবৃন্দ ও আইআইইউসির শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত থাকবেন।












