কাঠমান্ডুতে বাংলাদেশি মেয়েদের গোল উৎসব

নারী সাফ চ্যাম্পিয়নশিপ।। পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জয়, সাবিনার হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৭ পূর্বাহ্ণ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। গতকাল শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এদিন ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে ভারত ৯-০ গোলে মালদ্বীপকে হারালে শেষ চার নিশ্চিত হয় তাদের। একই সঙ্গে এই গ্রুপ থেকে বাংলাদেশও পৌঁছে যায় সেমিফাইনালে। মেয়েদের সাফে বাংলাদেশ-ভারত দুই দলই দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট করে পেয়েছে। মালদ্বীপ ও পাকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।
দুই প্রবাসী ফুটবলার নিয়ে পাকিস্তান গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। কিন্তু মাঠের লড়াইয়ে এগিয়ে যেতে পারেনি। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের আধিপত্য চলতে থাকে। প্রথমার্ধেই ৪ গোল করে প্রতিপক্ষকে নাস্তনাবুদ করে রাখেন সাবিনা-মনিকারা। ম্যাচের তৃতীয় মিনিটে শুরু হয় বাংলাদেশের গোল উৎসব। বঙে ঢুকে সাবিনার পাসে এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বঙের প্রান্ত থেকে মনিকা চাকমা ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। ২৮ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। সাবিনার পাসে বঙের ভেতরে কিছুটা ফাঁকায় থাকা সিরাত জাহান স্বপ্না গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান। ৩১ মিনিটে স্কোরলাইন হয় ৩-০। মনিকার ডিফেন্ডচেরা পাস থেকে এক ডিফেন্ডারের পায়ে লেগে সাবিনা বল পেয়ে যান, তখন গোলকিপারকে একা পেয়ে তার পাশ দিয়ে দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক। চার মিনিট পর বাঁ প্রান্ত থেকে সতীর্থের লম্বা ক্রসে সানজিদা প্রায় বাইলাইন থেকে রিসিভ করে কাটব্যাক করেছিলেন সাবিনার উদ্দেশ্যে, ততক্ষণে গোলকিপার জায়গা থেকে বেরিয়ে এসেছেন। অভিজ্ঞ স্ট্রাইকার বল পেয়ে চিন্তা না করেই পোস্টের কাছ থেকে জাল কাঁপান। ৪ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে। তবে এই অর্ধে ২ গোলের বেশি আসেনি। ৫৮ মিনিটে সাবিনা হ্যাটট্রিকের দেখা পান। মারিয়া মান্দার ডান প্রান্তের ক্রসে লাফিয়ে উঠে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। আর ৭৭ মিনিটে বঙের বাইরে থেকে রিতুপর্ণা চাকমা জোরালো শটে দলকে ষষ্ঠ গোল উপহার দেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির পঞ্চম সমাবর্তন আজ
পরবর্তী নিবন্ধকুলগাঁওয়ে পুকুর ভরাটের সময় তিন শ্রমিক গ্রেপ্তার