তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা, অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম আবুল কালাম বলেছেন, আইন পেশায় অ্যাড. নুরুচ্ছফা তালুকদার ছিলেন সৎ, ধার্মিক ও নীতিবান ব্যক্তিত্ব। কর্মের পাশাপাশি তিনি তাঁর নিজ জন্মস্থান রাঙ্গুনিয়া এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ ব্যাপক সমাজসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। তিনি ভোগ বিলাসের রাজনীতি পরিহার করে সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধান বক্তার বক্তব্যে ড. সেকান্দর চৌধুরী বলেন, ইতিহাসের একজন কালজয়ী ব্যক্তিত্ব নুরুচ্ছফা তালুকদার। দেশের দুঃসময় ও দুর্যোগে তিনি নীরবে কাজ করেছেন। আইন পেশায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের সহায়তা দেন। তাঁর মতো প্রবাদ পুরুষ এ সমাজে বিরল। অ্যাড. নুরুচ্ছফা তালুকদার স্মরণসভা কমিটি ও বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির যৌথ আয়োজনে অধ্যক্ষ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সুমন দেবনাথের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রণবরাজ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ড. মো. সানাউল্লাহ, আলী নেওয়াজ, সুজিত কুমার দাশ, ফজল আহমদ, মুক্তিযোদ্ধা মো: মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, রমিজ উদ্দীন আহমেদ, আলী আহমেদ শাহিন, ওসমান গণি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।