জাতীয় নির্বাচনে দারুণ জয় নিয়ে অস্ট্রেলিয়ার ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি। আনুষ্ঠানিক ভাবে ভোটের ফলাফল এখনো ঘোষণা করা না হলেও এরই মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন বলে জানায় বিবিসি। খবর বিডিনিউজের।
দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন অভিজ্ঞ রাজনীতিক লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। নিজের পরাজয় স্বীকার করার পাশপাশি আলবানিজকে শুভেচ্ছা জানিয়ে মরিসন বলেছেন, আমরা একটি ভয়াবহ অস্থির সময় পার করছি। এই ভাঙন ঠিক করা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।