বিএনপি কল্পলোক আবাসিক শাখা : চট্টগ্রামের নানা আবাসিকগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে সিটি করপোরেশনের কাছে কেন হস্তান্তর করা হচ্ছে না তা ক্ষতিয়ে দেখবেন চট্টগ্রামের সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন। হস্তান্তর না হওয়ার পেছনে কারন খুঁজে হস্তান্তরের ব্যবস্থা আশ্বাসও দেন মেয়র। ঘোষণা দেন কল্পলোক আবাসিকে অতি দ্রুত একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামে বিএনপি কল্পলোক আবাসিক শাখার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এ সময় মেয়র বলেন আবাসিকের কল্যাণে নালা, সড়ক সংস্কার করা হবে। প্রতিনিয়ত মশার ওষুধ ছিটানো হচ্ছে সিটি কর্পোরেশন পক্ষ থেকে। পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সুপার ভাইজারদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কাজ না করলে আমাকে জানাবেন। মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ইফতার সামগ্রী অনুষ্ঠানে সঞ্চালনা করেন এডভোকেট আজিজুল হক। ৫শ অসহায় দরিদ্রের মাঝে ছোলা, চাল, ডাল,চিনিসহ ৭ আইটেমের ৮ কেজি ওজনের ইফতার সামগ্রী তুলে দেন মেয়র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ও বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে কল্পলোক আবাসিক সমাজ কল্যাণ সমিতির (ফেস ১ এবং ২ এর) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বাকলিয়া ওয়ার্ড ও থানা বিএনপি, যুবদল আর ছাত্রদলের নেতাকর্মীরা।
চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থা : চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের ঐক্য বজায় রাখতে হবে। জনগণের ঐক্যই পারে সকল যড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পথে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে। তিনি শনিবার নগরীর চর চাকতাই ভাঙার পুল এলাকায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৫০০ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন। চাক্তাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হাজী জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামের সিনিয়র কনসালটেন্ট ডা. মোস্তাফিজুর রহমান, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার। উপস্থিত ছিলেন চাক্তাই মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন, সহ সম্পাদক আবদুল কালাম আজাদ, প্রচার সম্পাদক এন মোহাম্মদ রিমন, আজগর আলী প্রমুখ।
হাজীক্যাম্প একাদশ ক্লাব : নগরীর পাহাড়তলীস্থ স্বেচ্ছাসেবী সংগঠন হাজীক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র–দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার বিকালে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। হাজীক্যাম্প একাদশ ক্লাবের সভাপতি মো. আলী রেজার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মো. জহুর মিয়া, উপদেষ্টা হাজী মো. দিদারুল হক প্রমুখ। মাহে রমজানকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও হাজীক্যাম্প একাদশ ক্লাব প্রায় ২ শতাধিক হত–দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল আলু, সয়াবিন তেল, পেঁয়াজ, ছোলা, খেসারি ডাল, মশুর ডাল, লবন, সেমাই, চিনি, দুধ, চা–পাতা, খেজুরসহ মোট ১২ প্রকারের খাদ্য সামগ্রী।
দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড : বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ ধুমপাড়া ঈদগাহ মাঠে মাহে রমজান উপলক্ষে বন্দর থানা বিএনপি নেতা হাজ্বী মো. আব্বাছ উদ্দীনের পক্ষ থেকে শুক্রবার সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ। বন্দর থানা বিএনপি নেতা আব্বাছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী কামাল উদ্দীন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, হাজী জমির আহমেদ, হাজী মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দিন, বিএনপি নেতা তাজ উদ্দীন, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, আবদুর রহিম, আবু রায়হান চৌধুরী, শাহেদা খানম মালা, ফাতেমা কাজল, আবদুর নুর মিঠু, আরিফুর রহমান আরিফ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোর দিশা ফাউন্ডেশন : নগরীর ফিরিঙ্গিবাজারস্থ এয়াকুব আলি দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ে অসহায় মানুষের মাঝে নিষ্ঠা ও আলোর দিশা ফাউন্ডেশনে পক্ষ থেকে ড. মুহাম্মদ নুর হোসাইনের নেতৃত্বে দরিদ্র ৫০ পরিবারকে ইফতার ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। শুক্রবার সকাল ১০টায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল কাশেম চৌধুরী, ব্যবসায়ী এস এম জলিল সওদাগর, কারুদ্দিন সিদ্দিক, ইসি সদস্য মাওলানা ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী, সমাজ সেবক মহিউদ্দিন, আসিফ, রিফাত, রিদুয়ান, আব্দুল্লাহ, মহসিন, ইমরান প্রমুখ। ‘মানুষ মানুষের জন্য’– স্লোগানকে ধারণ করে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন নিষ্ঠা ও আলোর দিশা ফাউন্ডেশন। এ সময় ড. নুর হোসাইন বলেন, রশিদ মুলে আয় ও ভাউচার মুলে ব্যয়ের নীতিতে মানুষের দেয়া অর্থই নিষ্ঠার সাথে খরচ করা হচ্ছে মানুষের কল্যাণে। এ নিরলস সেবার সাথে যুক্ত আছেন একনিষ্ঠ দাতা, শুভাকাঙ্ক্ষী ও এক ঝাঁক উদ্যোমী স্বেচ্ছাসেবক। তিনি আগামীতে আরো বৃহত্তর সেবা কার্যক্রম পরিচালনার আশা ব্যক্ত করেন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে পাশে থাকার অনুরোধ জানান।
ইসমাইল–মরিয়ম ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দেড় হাজার দরিদ্র–দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সমাজসেবামূলক সংগঠন ইসমাইল–মরিয়ম ফাউন্ডেশন। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. শফিউল আলম বাদশার পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৈড়লা কে.পি.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শহিদুল ইসলাম, মো. নাজিম উদ্দিন, মো. ইসমাইল হোসেন, এন আই করিম, আবু বকর, বেলাল উদ্দিন, এস আহাম্মদ, আবদুল বারেক, মামুন শিকদার, সালাউদ্দিন, হোসেন, বক্কর, হাসান প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে চনা, তেল, চিনি, চাউল, আলু, সেমাই, চিরা, ময়দা ও পিঁয়াজসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়।
মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ : মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাঈখ সুলতান শাহাজাদা শাহ মুহাম্মদ হাসান সুলতান। প্রধান মেহমান হিসাবে রোজার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ জাকারিয়া, মাওলানা মুর্শেদ কাদেরী, মুহাম্মদ কালাম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ মিটু, আকিব রেজা আদিল, মোহাম্মদ আব্দুল্লাহ।
হারুয়ালছড়ি চেয়ারম্যান পরিবার : ফটিকছড়ি প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও তার ভাইদের উদ্যোগে ৪ হাজার পরিবারের মাঝে ২২ লাখ টাকার ইফতারি (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।
৩ দিনের কর্মসূচির ১মার্চ (শনিবার) শেষদিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন– শিল্পপতি দিদারুল আলম চৌধুরী, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, লোকমান হোসেন চৌধুরী, করিম চৌধুরী, ওসমান হোসেন চৌধুরী প্রমুখ।
ফিরোজা রউফ ফাউন্ডেশন : ফিরোজা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়া মেহেরআটি গ্রামের ৩ হাজার মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজসেবক আলহাজ্ব জামাল সাত্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি সমাজসেবক মুহাম্মদ ফরিদুল আলম, শামসুল আলম, ছৈয়দুল বশর, জামাল উদ্দিন, শফিউল আলম মনজু, বেলাল আহমদ শাকিল, মো. এমরান চৌধুরী, মো. আরজু, আবদুল মান্নান, মো. সাজ্জাদ হিরু, আবু মোহাম্মদ, মো. পেয়ারু প্রমুখ।