অষ্টম যোগ দিবস উদযাপন

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজার : কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের সহযোগিতায় চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ৮ম যোগ দিবস উদযাপন করা হয়। গতকাল মঙ্গলবার কক্সবাজারে ৮ম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন তাঁর বক্তব্যে সুস্বাস্থ্য ও সুস্থতার প্রচারে যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যোগ ব্যায়াম সমগ্র মানবজাতির জন্য ভারতের প্রাচীন ঐতিহ্যের একটি অমূল্য উপহার।

ইউএনএইচসিআর কর্মকর্তারা এবং অন্যান্য যোগ অনুরাগীরা যোগ সেশনে অংশ নেন। ভারতীয় সহকারী হাইকমিশন এবং ইউএনএইচসিআর অফিস উভয়ই ভবিষ্যতে একসঙ্গে আরও কর্মসূচির জন্য সম্মত হয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন যোগ সেশনের আয়োজন করার জন্য ইউএনএইচসিআরএর সাব-অফিসের প্রধান ইটা স্কুটেকে ধন্যবাদ জানান।

প্রবর্তক সংঘ : প্রবর্তক সংঘ চট্টগ্রামের আয়োজনে ‘নীরোগ শরীর, প্রশান্ত মন, যোগাভ্যাসই সুস্থ জীবন’ এ শ্লোগান কে উপজীব্য করে প্রবর্তক শিশু সদনের মাস্টারদা সূর্য সেন অডিটরিয়ামে গতকাল মঙ্গলবার বিশ্বযোগ দিবস উদযাপিত হয়। প্রবর্তক সংঘের শিক্ষামূলক কার্যক্রমের অন্যতম বিষয় যোগ প্রশিক্ষণ। এতে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং আধ্যাত্মিক চেতনা উদ্বুদ্ধকরণের জন্য যোগচর্চার বিকল্প নেই। দীর্ঘদিন যাবৎ শিশুসদনে যোগচর্চার প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ দিচ্ছেন দেবব্রত নাথ জুয়েল। বক্তব্য রাখেন প্রবর্তক শিক্ষা উপকমিটির আহ্বায়ক রীতা দত্ত। উপস্থিত ছিলেন হোস্টেলের তত্ত্বাবধায়িকা সীমা ভট্টাচার্য, নেলী দত্ত, স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ জন নিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালন