অর্থনীতি ও শিল্প উন্নয়নে সরকার দেশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে

আনোয়ারায় শিল্পকারখানা পরিদর্শনে বিডা নেতৃবৃন্দ

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের অর্থনীতি ও আপামর মানুষের ভাগ্যের চাকা ঘুরাতে দেশের শিল্পকারখানার উন্নয়নের পাশাপাশি বিদেশি বিনিয়োগেও অগ্রাধিকার দিয়ে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে শিল্পোন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

গতকাল শনিবার সকালে আনোয়ারা সদরের বেসরকারি শিল্প জোন সাদমুছা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বিকালে কোরিয়ান ইপিজেডের বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শনকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এসব কথা বলেন।

জানা যায়, শনিবার বিডা এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া আনোয়ারা সদরে অবস্থিত বেসরকারি শিল্পজোন সাদ মুছা ইন্ড্রাস্টিয়াল পার্কের স্পিনিং, উইভিং ও নির্মাণাধীন কারখানার প্রকল্পগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাদমুছার চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বেসরকারি শিল্প জোন হিসেবে সাদমুছা শিল্পগ্রুপ দেশের অর্থনীতি ও কর্ম সংস্থানে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। পরে তিনি কোরিয়ান ইপিজেডের বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করেন।

এসময় সোনালী ব্যাংকের পরিচালক ড. মতিউর রহমান, বিডার পরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া, বিডা চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোয়াজ্জেম হোসেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন, সাদমুছা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিন, পরিচালক সাজিদ মাহমুদ সাদ, সাদমুছার পরিচালক জায়না জেরিন জারা, কামরুল আহসান, কোরিয়ান ইপিজেডের উপ মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান, ইয়ংওয়ানের কমার্শিয়াল উপ মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো জোরদার হবে
পরবর্তী নিবন্ধচিটাগং জার্নালিস্ট ফোরাম ঢাকা-সিজেএফডির মতবিনিময়