অভিসংশনের হুমকির মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সম্ভাব্য অভিশংসনের হুমকির মুখে পড়েছেন। ফার্মগেট কেলেঙ্কারি নিয়ে তিনি অভিসংশনের মুখোমুখি হতে পারেন। রামাফোসা ২০২০ সালে তার ফার্ম থেকে ৪০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ধামাচাপা দেন বলে অভিযোগ আছে। তাছাড়া, চোরদের অপহরণ এবং তাদের মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ারও অভিযোগ আছে রামাফোসার বিরুদ্ধে। রামাফোসা তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সম্ভবত দুর্নীতিবিরোধী আইনও ভঙ্গ করেছেন। একটি স্বাধীন সংসদীয় তদন্ত প্যানেলের তিন খণ্ডের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। খবর বিডিনিউজের।

তবে রামাফোসা ভুল কিছু করার কথা অস্বীকার করেছেন এবং বলেছেন, মহিষ বিক্রি থেকে অর্থ এসেছে। প্যানেলের প্রতিবেদনটি এরই মধ্যে পার্লামেন্টে হস্তান্তর করা হয়েছে। এটি যাচাই করে দেখার পর আগামী সপ্তাহে অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। ২০২৪ সালে সাধারণ নির্বাচন হবে দক্ষিণ আফ্রিকায়। সেই নির্বাচনে রামাফোসা তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) থেকে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে আগামী মাসে অনুষ্ঠেয় কনফারেন্সে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএশীয় নারীকে শতাধিক ঘুষি, যুক্তরাষ্ট্রে একজনের ১৭ বছরের জেল
পরবর্তী নিবন্ধবিক্ষোভের মুখে কোভিড বিধিনিষেধ শিথিল করছে চীন