‘অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার’ স্লোগানকে জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে জনমত তৈরিতে চট্টগ্রাম কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার গণস্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় সিম্স প্রকল্পের আওতায় অভিবাসী কর্মীদের অধিকার বাস্তবায়নে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিল আফরোজ। প্রধান অতিথি ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন সংস্থা প্রত্যাশীর সিমস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি, সহকারী তথ্য অফিসার জিএম সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা আইনজীবী সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি অ্যাডভোকেট ফেরদৌস নিগার।
বক্তব্য রাখেন প্রত্যাশী প্রতিনিধি রশিদা খাতুন ও বাপ্পু চন্দ্র পাল। প্রধান অতিথি বলেন, সরকার অভিবাসী কর্মীদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। দক্ষ হয়ে বিদেশ যাওয়া ও অভিবাসী কর্মীদের প্রযোজ্য ক্ষেত্রে সমস্যা সমাধানে ও প্রতিকার প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণাদি সংরক্ষণের বিষয়ে তিনি গুরুত্ব প্রদান করেন। তিনি অভিবাসী কর্মীদের জন্য সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, সরকার প্রক্রিয়ায় দক্ষ হয়ে বিদেশ গেলে কর্মীর কোন ঝুঁকির আশংকা থাকে না। এছাড়া বিদেশে মারা যাওয়ার মতো বড় দুর্ঘটনা ঘটলে প্রাপ্য ক্ষতিপূরণ প্রাপ্তিও সহজ হয়। অভিবাসন প্রক্রিয়া হয় নিরাপদ। পরে একজন প্রবাসীর সন্তানের স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। বিএমইটির অধীনে সালিস সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আলাদা কোন সেল না থাকায় আলাদা সেল করার দাবিতে এ গণস্বাক্ষর ক্যাম্পেইনের আয়োজন করা হয়। পরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করা হয়। এসময় প্রত্যেককে ২৭ হাজার ৫০০ টাকা করে ১২১ জনকে চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।