সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের বিশেষ অভিযানে পাহাড়তলি থানাধীন আলিফ গলি, শফি মটরস এলাকায় চালকবিহীন পরিত্যক্ত অবস্থায় ও ৩/৪ লাইনে পার্কিং করার দায়ে ২৮টি যানবাহন আটক ও ৫টি মামলা দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপির উপ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) তারেক আহমেদ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল আলিফ গলি, শফি মটরস এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিংয়ের নাম করে দৈনিক চাঁদা তোলা হচ্ছিল। আবার নারী পোশাক শ্রমিকরা যাতায়াতের সময় ইভটিজিং করা হয়। পরে আজ (শনিবার) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক পশ্চিম আহমেদ পেয়ার ও সহকারী কমিশনার ট্রাফিক পশ্চিম আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান চলে।