রূপপুরের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ ‘এমভি আনকা সান’। গতকাল দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। খবর বাংলানিউজের।

দ্রুতই জাহাজে থাকা এই পণ্য খালাস শুরু হবে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে গত ৩ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে পণ্য বোঝাই করে মোংলা বন্দরে উদ্দেশ্যে ছেড়ে আসে এই বিদেশি জাহাজটি। এর আগে ২৫ এপ্রিল দুই হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারি নিয়ে মোংলা বন্দরে এসেছিল রুশ পতাকাবাহী জাহাজ এমভি ইয়ামাল ওরল্যান।

এমভি আনকা সান জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিংয়ের ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, জাহাজটিতে ৬৩০ প্যাকেজের এক হাজার ৬২৭ দশমিক ৯০৪ মেট্রিক টন পণ্য রয়েছে। এসব পণ্য খালাস শেষে সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এ মাসে আরও দুটি বিদেশি জাহাজে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি আসার কথা রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাস্তবমুখী পদক্ষেপের ফলে মোংলা বন্দর এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বন্দর দিয়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের চলমান প্রায় সব মেগা প্রকল্পের পণ্য খালাস হচ্ছে। আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে দ্রুত এসব পণ্য খালাস হওয়ায় দেশিবিদেশি ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅভিযানের মাঝেও থেমে নেই মোটরসাইকেল চুরি
পরবর্তী নিবন্ধঅবৈধ পার্কিং পাহাড়তলীতে ২৮ যানবাহন আটক