অবতরণের সময় পড়ে গিয়ে পা ভাঙল বিমান ক্রুর

| বুধবার , ৫ জুন, ২০২৪ at ৯:৪১ পূর্বাহ্ণ

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের সময় ঝাঁকুনির মধ্যে এক কেবিন ক্রুর পা ভেঙেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোয়িং ৭৩৭৮০০ উড়োজাহাজে এ ঘটনা ঘটে বলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে জানিয়ে বোসরা ইসলাম বলেন, ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি৩৭৩ নম্বর ফ্লাইট ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের মুহূর্তে পাইলট সবাইকে যার যার পজিশনে বসতে বলেন। সে সময় বসতে গিয়ে ‘অসাবধানতাবশত’ পড়ে তার পা ভেঙে যায়। খবর বিডিনিউজের।

তবে ওই ফ্লাইটের যাত্রী পরিচয় দেওয়া সাবিনা ইয়াসমিন সুরভী নামে একজন ফেসবুকে লিখেছেন, অবতরণের সময় ঝাঁকুনিতে পড়ে ওই কেবিন ক্রু আহত হন।

পূর্ববর্তী নিবন্ধরফিকুল আলমের মৃত্যুবার্ষিকীতে আবদুচ ছালাম এমপির শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে নতুন স্থাপনার অনুমতি দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না : প্রধানমন্ত্রী