অপারেশন আটলান্টার অভিযানে দস্যুমুক্ত জাহাজ ব্যাসিলিস্ক

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

সোমালি জলদস্যুদের কবলে পড়ার একদিন পরই লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ব্যাসিলিস্ক অভিযান চালিয়ে মুক্ত করেছে অপারেশন আটলান্টা। ভারত মহাসাগর ও লোহিত সাগরে জলদস্যুতা নিয়ন্ত্রণে ইউরোপিয় ইউনিয়নের সংস্থা ইইউএনএভিএফওআরঅপারেশন আটলান্টা বৃহস্পতিবার রাতেই ওই অভিযান পরিচালনা করে। শুক্রবার বিকালে অপারেশন আটলান্টা অভিযান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এতে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ব্যাসিলিস্ক ও এর ১৭ নাবিককে নিরাপদে মুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৩৮০ নটিক্যাল মাইল পূর্ব দিকে বৃহস্পতিবার এমভি ব্যাসিলিস্ক দখলে নেয় জলদস্যুরা। শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেশন আটলান্টা জানায়, ওই অঞ্চলে টহলরত অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজ বৃহস্পতিবার রাতেই সেখানে পৌঁছায় এবং আটলান্টা বাহিনী হেলিকপ্টার থেকে ফাস্টরোপকৌশল ব্যবহার করে এমভি ব্যাসিলিস্কে অবতরণ করে। জলদস্যুদের হামলায় এমভি ব্যাসিলিস্ক জাহাজের একজন নাবিক আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। অপারেশন আটলান্টার মেডিকেল টিম তাকে চিকিৎসা দিয়েছে। তবে অভিযানে কোনো জলদস্যু আটক হয়েছে কিনা বা তারা সংখ্যায় কতজন ছিল সে বিষয়ে কিছু জানায়নি অপারেশন আটলান্টা।

পূর্ববর্তী নিবন্ধএম ভি আবদুল্লাহর চীফ অফিসারের পরিবারের ওপর হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধবেসরকারি মেডিকেল : ১২শ আসন খালি, কারণ খোঁজার তাগিদ