অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে যুবলীগ

গোসাইলডাঙ্গা যুবলীগের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২৩ অপরাহ্ণ

গোসাইলডাঙ্গা যুবলীগের অনুষ্ঠান ফকির হাট সংলগ্ন এলাকায় গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে যুবলীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতান আহমেদ। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। জাকির মিঞার সভাপতিত্বে ও সুমন দাশ গুপ্তের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি বলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর বিজয় নিশ্চিত করার লক্ষে সকল অপশক্তির বিরুদ্ধে যুবলীগ মাঠে থাকবে। বিশেষ অতিথি ছিলেন, নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াস, ইসকান্দর মিঞা, সাইফুল আলম চৌধুরী, সৈয়দ নুর নবী লিটন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, কাউন্সিলর পদপ্রার্থী ফেরদৌসী আকবর। শুভেচ্ছা বক্তব্য দেন, মো. সালাহউদ্দিন। বক্তব্য দেন, মিজানুর রহমান মিজান, আব্দুর রাজ্জাক চৌধুরী মাসুদ, টিসু মল্লিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু সামিয়া বাঁচতে চায়
পরবর্তী নিবন্ধশাহাদাতের সঙ্গে নগর তাঁতীদলের মতবিনিময়