শাহাদাতের সঙ্গে নগর তাঁতীদলের মতবিনিময়

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২৪ অপরাহ্ণ

চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, চসিক নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে আওয়ামী লীগের নেতারা দিশেহারা হয়ে গেছে। তারা বুঝে গেছেন, সুষ্ঠু নির্বাচন হলে পাঁচ শতাংশ মানুষের সমর্থনও পাবেন না। সেজন্য বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের টার্গেট করে হয়রানির নীলনকশা এঁকেছে। বিগত নির্বাচনগুলোতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এবার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার প্রতীক্ষায় আছেন ভোটাররা। তিনি তাতীদল নেতৃবৃন্দকে ২৭ জানুয়ারী ভোট কেন্দ্রে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর তাঁতীদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো. মনিরুজজামান টিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনিরুজজামান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর তাতীদলের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জাহেদ আনছারী, এস এম নাজিম উদ্দিন, আবদুল মান্নান, জসিম উদ্দিন, নেছার আহাম্মদ, রমজান আলী মুরাদ, মিল্লাত হোসেন, শাখাওয়াত হোসেন পিয়া, একরাম হোসেন, শাহ আলম, আনোয়ার জাহাঙ্গীর, হাসান তিতাস, আবদুল হক স্বপন, মো. মহিউদ্দীন, এস এম জামাল উদ্দীন, সোহাগ হোসেন রিদয়, শাহাদাত হোসেন, এস এম জামাল, মো. আইয়ুব, ইলিয়াছ খান, হারুনূর রশিদ হারুন, সাদ্দাম হোসেন, সেলিম হাফেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে যুবলীগ
পরবর্তী নিবন্ধকাটিরহাটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩