মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সি আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের খেলায় রাউজান কদলপুর ফুটবল একাডেমি ২-১ গোলে সীতাকুন্ড যুব কিশোর ফুটবল একাডেমিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খেলার ২১ মিনিটে মোহাম্মদ শুভ গোল করে দল এগিয়ে দেন। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করেন কদলপুর ফুটবল একাডেমির মো. তারেক হোসেন। দ্বিতীয় দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আত্মঘাতী গোল হজম করে কদলপুর। আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কদলপুর ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কতগুলো ফুটবল একাডেমীর মাহমুদ আপন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল রাজু ও আবদুল হামিদ নয়ন। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, আবছার উদ্দীন, আমির হোসেন মানিক, মহসিন সাজু, আলাউদ্দিন ভূইয়া, মো. মোশাররফ হোসেন লিটন,নূরউদ্দিন, জনি, সাইমুন আহমেদ সাহেদ, আরিফুল ইসলাম মারুফ, মো. ইমন,শহিদ,আলামিন, মান্না। আজ শনিবার দুপুর ৩টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি এবং কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি পরস্পরের বিরুদ্ধে খেলবে।