কৃষ্ণচূড়া তোমার সিঁদুরে লাল,
আবির রাঙা আভায় এত অহংকার?
কৃষ্ণবর্ণে তোমার রূপ হতো
কাজল কেশর নীল বেদনার।
তোমার কুঞ্জ– বনে কৃষ্ণ বাজাতো বাঁশি,
ছলনা লীলায় রাধা চপল চঞ্চল উদাসী।
ছলনায় ভুলে সে যে কৃষ্ণ বাহুডোরে বাঁধা,
বিহ্বলিত সখীরা জানে সাক্ষী ছিল যমুনা।
পুরুষোত্তম বলেই কি কৃষ্ণের নামে তোমার
পুষ্পদলের নাম,
পরিচয়ে থাকো বেশ,
বিনয়ন আবেশে স্মরণে রেখো জনমে জনম,
সে যে রাঁধার সিঁথির সিঁদুর,
আর আলতা রঙের প্রেম।