অবৈধভাবে খাইন স্থাপন করে গরু বিক্রির দায়ে নগরীর ১৩ জনকে সাড়ে ৮৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, পশ্চিম মাদারবাড়ী বালুর মাঠ, ঈদগাঁ বার কোয়ার্টার, বউ বাজার দুলহান ক্লাব, ধনিয়ালাপাড়া, দেওয়ানহাট, অলংকার বন্দরগাঁও পেট্রোলপাম্প এলাকা, পতেঙ্গা থানার নাজিরপাড়া, মাইজপাড়া ও পূর্ব কাঠগড় এলাকায় অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি দ্রুত নির্ধারিত পশুর হাটে গরু নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।