অধ্যাপক ড.শাহারিয়ার তালুকদার

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহারিয়ার তালুকদার গত ১৬ জানুয়ারি ভোর ৪টা ৩০ মিনিটে নগরীর ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে রাজেউন)।তিনি স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর প্রথম জানাজা চবি কেন্দ্রীয় জামে মসজিদে ও বাদ জুমা নগরীর খুলশিতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই শিল্পী অবসরগ্রহণের পর ঢাকায় শান্তমরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টে গ্রাফিকস ডিপার্টমেন্টের হেড হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তানের লাহোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রোগ্রামে ‘রেসিডেন্ট আর্টিস্ট’ হিসাবে আমন্ত্রিত হন এবং সেখানে বেশ কয়েকটি একক চিত্রকলা প্রদর্শনী আয়োজন করে ব্যাপকভাবে প্রশংসিত হন। বাংলা একাডেমি ঢাকা ‘ফোক আর্ট অ্যান্ড এথনো আর্কেয়োলোজি’ বিষয়ে ইংরেজিতে রচিত তাঁর একটি মূল্যবান গ্রন্থ প্রকাশ করে, যা দেশিবিদেশি গবেষকদের অনেক মূল্যবান তথ্যের সোর্স হিসাবে ব্যবহৃত হচ্ছে। তিনি নিজে আশির দশকে ভারতের উজ্জয়িনী বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার প্রখ্যাত আর্কিয়োলোজিস্ট ড. ভি এস ওয়াকাংকারের তত্ত্বাবধানে পিএইচ.ডি অর্জন করেন। চবিতে অধ্যাপনাকালে তারই তত্ত্বাবধানে উল্লেখযোগ্য সংখ্যক গবেষক পিএইচ.ডি অর্জন করেন নানা বিষয়ের গবেষণায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. হরিপদ শীলের পরলোকগমন
পরবর্তী নিবন্ধশাহ আলম মুন্সি