যানবাহন মানুষের নিত্যসঙ্গী। মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রধান উপায় হলো যানবাহন। বর্তমানে মানুষের মধ্যে ভয়াবহ এক যানবাহন হলো ব্যাটারি চালিত তিন চাকার অটোরিকশা। গ্রামে-গঞ্জে এ যানবাহন তেমন একটা দেখা না গেলেও শহরে পাল্লা দিয়ে বাড়ছে এ যানবাহনের সংখ্যা। এ যানবাহন খুবই দ্রুতগতির ফলে প্রতিদিন অনেক হতাহতের ঘটনা ঘটছে। সাম্প্রতিককালে বেশ কয়েকবার এ যানবাহন বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা হলেও আইনের ফাঁকফোকর গলে ঠিকই এই যানবাহন রাস্তায় চলাচল করছে। ফলে রাস্তায় হাঁটাচলা করাই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামে এ যানবাহনের সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। নগরবাসীকে এ সমস্যা থেকে মুক্তি দেওয়া হোক।
জয়দেব ভট্টাচার্য্য
দক্ষিণ কাট্টলী,পাহাড়তলী, চট্টগ্রাম।