অগ্রনেতা

নুশরাত রুমু | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

মুজিব ছিল অগ্রনেতা

পরাধীন এই দেশে

স্বাধীনতা এলো অনেক

রক্ত দিয়ে শেষে।

একাত্তরের সাতই মার্চে

মুজিব ভাষণ দিলো

জ্বালাময়ী সেই ভাষণে

ঐক্য গড়ে নিলো।

বীর বাঙালি যুদ্ধে নামে

স্লোগান দিয়ে মাঠে

মুজিবের দিন পাকিস্তানের

জেলখানাতে কাটে।

নয়টি মাসে যুদ্ধ শেষে

স্বাধীন হলো দেশ

মুক্ত বেশে মুজিব এসে

গড়ল বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধআত্মশুদ্ধি
পরবর্তী নিবন্ধরোজার মাহাত্ম্য