হাটহাজারীতে ৫টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, একাধিকবার সতর্ক করা হলেও ওইসব এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা পরিচালনা করছিলেন মালিকরা। চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন জানান, অভিযানে ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় স্থাপিত কে বি আই ব্রিকফিল্ডকে ৪ লাখ টাকা, মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় স্থাপিত শাহ আমানত ব্রিকফিল্ডকে ৩ লাখ টাকা, একই এলাকায় কাদেরিয়া ব্রিকফিল্ডকে ৩ লাখ টাকা, পৌরসভার সুজানগর এলাকায় স্থাপিত শাহজালাল ব্রিকফিল্ড ও শেরেবাংলা ব্রিকফিল্ডকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।












