হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউপি নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে আ. লীগের মনোনীত একজন ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাছাড়া সাধারণ সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর এই উপজেলার ১৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ফরহাদাবাদ ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠান হয়নি। সমপ্রতি নির্বাচন কমিশন এই ইউপি নির্বচনের তারিখ ঘোষণা করেন। কমিশন ঘোষিত তারিখ অনুসারে গতকাল মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ছিল। বাচাই ১৯ মে, ২৬ মে মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৭ মে প্রতীক বরাদ্দ। চেয়ারম্যান পদে আ. লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী শওকত আলম শওকত, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মোহাম্মদ তারেক আলম, মোহাম্মদ সেলিম উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী, মো. নাসির উদ্দিন ও মুহাম্মদ নাছির উদ্দিন। এই ইউপিতে ১১টি কেন্দ্রে ৮১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ আনোয়ার খালেদ।









