সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়া মিনি ট্রাকের ধাক্কায় আয়েশা বেগম (৫৪) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার চারা বটতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দ্রুতগামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় উল্টে যাওয়া ট্রাকের ধাক্কা খেয়ে নারী পথচারী আয়েশা বেগম গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. বাবুল মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছিল। পরে স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।












