রোকসানা আক্তার (৩৮), স্বামী আব্দুল ওহাব সহ ঢাকা থেকে সাজেক ভ্যালি এসেছিলেন ভ্রমণে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝরণা দেখার উদ্দেশ্যে স্বামী সহ রওনা হয়ে প্রায় ২ হাজার ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙে ফেলেন।
রাঙামাটি জেলা পুলিশের ফেসবুক পেজে জানানো হয় এসময় সাহায্যের জন্য দিশেহারা হয়ে উপায়ন্তর না দেখে ৯৯৯ নম্বরে কল দেন এই দম্পতি।
৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত রুই লুই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুশফিকুর রহমান স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধার করেন রোকসানা আক্তারকে।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সদরে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন রুই লুই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুশফিকুর রহমান।
দ্রুত তাদের উদ্ধার করায় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দম্পতি।












