সন্দ্বীপ চ্যানেলে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সীতাকুণ্ডে বেহুন্দি, চরঘেরা ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত টানা ৪ ঘন্টা কুমিরা ঘাট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল আলম।

উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেনসহ কোস্ট গার্ড, নৌ পুলিশ,ভূমি অফিস ও মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম বলেন,বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অভিযানকালে ৩ টি চরঘেরা ও ৫ টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল ধ্বংসে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় জরিমানা
পরবর্তী নিবন্ধবেকারি মালিকসহ ৫ জনকে ৯২ হাজার টাকা জরিমানা