রাস্তায় নির্মাণ সামগ্রী ও গাড়ি রেখে যানজট সৃষ্টি

৭ জনকে এক লাখ টাকা জরিমানা শতাধিক দোকানপাট উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৩৩ পূর্বাহ্ণ

পৃথক তিনটি অভিযানে সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টি, খালের জায়গা দখল এবং রাস্তায় নির্মাণসামগ্রী রাখায় ৭ জনকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উচ্ছেদ করা হয় শতাধিক দোকানপাট।

জানা গেছে, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর নেতৃত্বে কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে চার ব্যক্তিকে ১০ হাজার টাকা এবং কাজীর হাটে খালের জায়গা দখল করে অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকায় রাস্তার ওপর নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী ফেলে রাস্তার ক্ষতিসাধন করায় দুই ভবন মালিকের বিরুদ্ধে মামলা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহ্‌রীন ফেরদৌসী এর নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে পাঁচলাইশ কাতালগঞ্জ, মুরাদপুর থেকে ২ নম্বর গেইট পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয়পাশের শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এক মাসে রপ্তানি কমেছে ২৪.৪৪ শতাংশ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার