সরকারি বিধি-নিষেধ অমান্য করে খাবার হোটেল চালু রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে রাউজানে ৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও জোনায়েদ কবির সোহাগ জানান, গতকাল বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় আল মদিনা হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় একই বাজারের খায়েজ আহমদ শপিং সেন্টারের ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এদিন।











