যানবাহন ও প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার দাবি

| বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

ডা. মাহফুজুর রহমানের নেতৃত্বে বাংলা প্রচলন উদ্যোগের পক্ষ থেকে যানবাহনে বাংলা প্রচলনের দাবিতে গরীব উল্লাহশাহ বাস কাউন্টারে এক পথ সভা মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।বাস কাউন্টার সমুহে বাংলাদেশের সংবিধান,আইন ও আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবিতে প্রচার পত্র বিলি করা হয়। এতে প্রতিষ্ঠানে ও যানবাহনে নামফলক বাংলায় লিখে প্রকৃত ভাষা শহীদের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানানো হয়। এতে বক্তব্য রাখেন সুজাউদ্দৌলা বাবুল,হাসান শহিদ রানা,আবুল বাসার হেলাল, লিটন ব্যানার্জি, চৌধুরী জসিমুল হক, দিলরুবা খানম ছুটি,জানে আলম, সিঞ্চন ভৌমিক, মোহাম্মদ হারুন, এম কাইছার উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া মাদ্‌রাসায় মাহফিল আজ
পরবর্তী নিবন্ধপাল্টা কর্মসূচি দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না