মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালকসহ ২ জন নিহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে চট্টগ্রামগামী ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কায় চালকসহ ২ জন নিহত ও অজ্ঞাত এক ব্যক্তি আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসদরের উত্তর পাশের সুফিয়া বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সীতাকুন্ড উপজেলার ফেদাইনগর গ্রামের একরামুল হকের পুত্র ট্রাক চালক দিদারুল আলম (২৮) ও ধান ব্যাপারী একই উপজেলার মাহমুদাবাদ গ্রামের মাধব দাশের পুত্র বাবুল দাশ (৫৫)। এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার পরপর মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে দুর্ঘটনা কবলিত গাড়িসহ থানায় নিয়ে আসি। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে টমটম উল্টে চালক নিহত
পরবর্তী নিবন্ধনতুন বাজেট দেশীয় শিল্প সহায়ক : চট্টগ্রাম চেম্বার