আন্দরকিল্লা ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি মিলন চক্রবর্তী (৫১) গত ২৩ মার্চ রাতে পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন, ক ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদসহ নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












