চট্টগ্রাম কাস্টমসে এইচএস কোড নিয়ে বিভ্রান্তির জেরে আমদানিকৃত ইয়েলো পিই’স (মটর ডাল) পণ্যের শুল্কায়নে জটিলতা দেখা দিয়েছে। ফলে আমদানিকারকদের পণ্যটি খালাসে বেগ পেতে হচ্ছে। কাস্টমস কর্মকর্তারা বলেছেন, ইয়েলো পিই’স বা মটর ডালের এইচএস কোড হলো-০৭.১৩.৯০.৯০, যার ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। তবে আমদানিকারকদের দাবি, মটর ডালের এইচএস কোড-০৭.১৩.১০.৯০, এই পণ্যের আমদানি পর্যায়ে কোনো শুল্ক পরিশোধ করতে হয় না। কিন্তু কাস্টমস কর্মকর্তারা একপ্রকার জোর করে ভিন্ন এইচএস কোডের আওতায় মটর ডালের শুল্কায়ন করার উদ্যোগ নিচ্ছেন। অথচ গত ২০-২৫ বছর ধরে ০৭.১৩.১০.৯০, এইচএস কোড ব্যবহার করে শুল্কায়ন হয়ে আসছে। গত কয়েকদিন আগে আমদানিকারকদের কাছ থেকে কাস্টমস কর্তৃপক্ষ স্টাম্পে অঙ্গীকারনামা নিয়ে সাময়িক শুল্কায়ন করলেও তারা এখন ব্যাংক গ্যারান্টি চায়। এতে আমদানিকারদের বিপাকে পড়তে হচ্ছে। এদিকে আগের মতো মটর ডাল শুল্কায়নে ০৭.১৩.১০.৯০ এইচএস কোড ব্যবহার করার অনুরোধ জানিয়ে এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠি লিখেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম।
চিঠিতে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ০৭.১৩.৯০.৯০ এইচএস কোডের আওতায় মটর ডালের শুল্কায়নে নির্দেশনা দিচ্ছে। এই এইচএস কোডের শুল্কহার ১০ শতাংশ। অন্যদিকে ডাল জাতীয় পণ্যের উপর আমদানি পর্যায়ে কোন শুল্ক নেই। বিশেষত গত জাতীয় বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অতীব প্রয়োজনীয় ভোগ্যপণ্য হিসেবে বরাবরের ন্যায় সকল প্রকার ডালকে শুল্কমুক্ত রাখেন, যা তিনি তাঁর বক্তব্যে উপস্থাপন করেন। যদি ভুল ব্যাখ্যার কারণে এই এইচএস কোড অনুসরণ করে মটর ডালের শুল্কায়ন করা হয় তবে একদিকে পণ্যটির দাম বৃদ্ধি পাবে, অন্যদিকে শুল্কায়নের জটিলতায় চাটার্ড জাহাজকে অতিরিক্ত অবস্থানের কারণে পোর্ট ডেমারেজ চার্জ দিতে হবে। ফলে ব্যাংক ঋণসহ অন্যান্য চার্জ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে। সাধারণত রমজান মাসে এই ডালের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পায়। ফলে আসন্ন রমজানে বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ডালের বাজার স্থিতিশীল রাখা, আমদানিকারকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা ও পূর্বের ন্যায় এইচএস কোড ০৭.১৩.১০.৯০ এর আওতায় শুল্কায়ন করার নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়।
খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের আমদানিকারক আবুল বশর চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, কাস্টমস কর্র্তৃপক্ষ হঠাৎ করে মটর ডালের শুল্কায়নে জটিলতা সৃষ্টি করছে। অথচ এই পণ্যটি দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবধিায় আসছে।
চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ মো. মহিউদ্দিন বলেন, হঠাৎ করে কাস্টমস বলছে-এটি আগের এইচএস কোডের আওতায় শুল্কায়ন হবে না। দ্রুত বিষয়টি নিষ্পত্তি না হলে মটর ডালের বাজারে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার জাকির হোসেন দৈনিক আজাদীকে বলেন, মটর ডালের এইচএস কোডের বিষয়টি এনবিআরকে অবহিত করা হয়েছে। ভোগ্যপণ্যের ক্ষেত্রে সরকার চাইলে শুল্ক বাড়াতে কমাতে পারে। তবে কোনো আমদানিকারক আমাদেরকে ভুল এইচএস কোডে শুল্কায়ন হচ্ছে, সেটি কিন্তু বলেনি। তবে ব্যাংক গ্যারান্টির বিষয়ে একটি ভুল বার্তা রয়েছে। আমরা ব্যাংক গ্যারান্টি নিচ্ছি না। আমরা আইন অনুসরণ করে কেবল অঙ্গীকারনামা নিয়ে পণ্য খালাসের অনুমতি দিচ্ছি।