ভোজ্যতেলের নৈরাজ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ

| সোমবার , ৯ মে, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ভোক্তাকে ভোগাচ্ছে ভোজ্যতেল। ইতিমধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে ওঠেছে অতি প্রয়োজনীয় এই পণ্যটিতে। দাম ক্রয়ক্ষমতার মধ্যে না থাকায় নাভিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের। দফায় দফায় দাম বৃদ্ধিতে দরিদ্র মানুষ কিনতে পারছেন না ভোজ্য তেল। তাছাড়া গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে সয়াবিন তেলের দাম প্রতিলিটারে আরও ৩৮ টাকা বেড়েছে।

খোলা সয়াবিন তেল যা এতদিন ১৪০ টাকা ছিল, নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ১৮০ টাকা হয়েছে, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়েছে, ৫ লিটারের বোতলের দাম ৭৬০ থেকে বাড়িয়ে ৯৮৫ টাকা করা হয়েছে। কিন্তু কী কারণে হঠাৎ এত দাম বাড়ানো হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা সরকার বা ব্যবসায়ীদের পক্ষ থেকে দেয়া হয়নি। দাম বাড়ানোর ঘোষণা আসার সঙ্গে সঙ্গে দেশে যে কোনো ভোগ্যপণ্যের চরম সংকট সৃষ্টি হয়ে যায়। সাধারণত ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে বিপুল পরিমাণ পণ্য মজুদ করে রাখেন।

এর আগে এ ধরনের কর্মকাণ্ডের অসংখ্য প্রমাণ পাওয়া গেছে। নতুন করে সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণায় যাতে সে ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা আবশ্যক বলে আমি মনে করি। তাই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে সয়াবিন তেলের বাজারে কঠোর নজরদারি বাড়াতে হবে। সংশ্লিষ্টদের দেশের মানুষের কথা ভেবে এই সংকট উত্তরণে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। যাতে সয়াবিন তেলের দাম ক্রয়ক্ষমতায় চলে আসে।

জেসমিন আক্তার
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী

পূর্ববর্তী নিবন্ধপূর্ণেন্দু দস্তিদার : অগ্নিযুগের বিপ্লবী ও লেখক
পরবর্তী নিবন্ধনেতিবাচক চিন্তাভাবনা মানসিক অশান্তির কারণ