ভাড়া নিয়ে বিরোধে বাস থেকে শিক্ষককে ফেলে দিল সহকারী

আজাদী অনলাইন | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ১১:২৯ অপরাহ্ণ

নগরীর পুরাতন রেল স্টেশনের কাছে চলন্ত বাস থেকে এক স্কুলশিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের নাম রহমত উল্লাহ বলে জানা গেছে।

আজ শনিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে পুরাতন রেল স্টেশনের বিপরীতে ভাড়া নিয়ে বিরোধে অক্সিজেন থেকে নিউ মার্কেটগামী একটি বাস থেকে তাকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছেন রহমত উল্লাহর স্বজনরা।

তিনি নগরীর হাবিবুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রহমত উল্লাহর স্ত্রীর বড় ভাই মো. রুবেল বলেন, “তিনি বাসে করে যাওয়ার সময় ভাড়া নিয়ে বিরোধ হয় বলে আমাদের জানিয়েছেন। এক পর্যায়ে পুরাতন রেল স্টেশন স্টপেজে নামতে গেলে বাসের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।”

ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, রহমত উল্লাহ বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

পুলিশ অক্সিজেন থেকে নিউ মার্কেট আট নম্বর রুটের সৌরভ পরিবহনের বাসটি আটক করলেও চালক বা সহকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, “বাস থেকে ফেলে দেওয়ার কথা শুনেছি। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করতে আসেনি। তবে বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ার ৬ ইউপিতে নির্বাচন কাল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চালককে পিটিয়ে হত্যার অভিযোগ